আজ
|| ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১০ই জিলকদ, ১৪৪৬ হিজরি
আ. লীগ ইসরায়েল থেকে আড়িপাঁতার যন্ত্র কিনে, পরোক্ষভাবে সমর্থন দেয়: সালাহউদ্দিন আহমদ
প্রকাশের তারিখঃ ১০ এপ্রিল, ২০২৫
আওয়ামী লীগ ইসরায়েলকে পরোক্ষভাবে সমর্থন দেয়। দেশটি থেকে আড়িপাঁতার যন্ত্র কিনে তারা। আওয়ামী লীগ ইসরায়েলের সঙ্গে জড়িত, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
ইসরায়েলি বাহিনীর বর্বর হমলার প্রতিবাদ ও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে র্যালি করছে বিএনপি। র্যালিপূর্ব সমাবেশে দেয়া বক্তব্যে সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন।
বিএনপির এ নেতা বলেন, মুসলিম বিশ্বের নীরবতার কারণেই সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত হচ্ছে। পৃথিবীর কয়েকটি পরাশক্তির প্রত্যক্ষ-পরোক্ষ মদদে ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে আসছে ইসরায়েল। ইসরায়েলের বিপক্ষে মুসলিম বিশ্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ।
ইন্দো-মার্কিন সমর্থনের কারণে ফিলিস্তিনের জনগণ গণহত্যার শিকার হচ্ছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতিসংঘের কোনও সিদ্ধান্ত ইসরায়েল তোয়াক্কা করে না। গণহত্যা বন্ধে কার্যকর ভূমিকার জন্য সারাবিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রগুলোকে কার্যকর ভূমিকা রাখতে আহ্বান জানান তিনি।
এদিকে, ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে দেশটির পণ্য বয়কটকে সমর্থন করার কথা এ সময় জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান। তবে ইসরায়েলি প্রতিষ্ঠান বলে আক্রমণ ও লুটপাট করাটা অপরাধ, তাও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ধীরে ধীরে সারাবিশ্বের মুসলমানদের শেষ করতে চাচ্ছে। নিজেদের বাঁচানোর জন্য যারা নেতৃত্ব দিচ্ছে না, সেই মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হলে ইসরায়েল এই অত্যাচার করতে পারতো না।
জাতিসংঘ কার্যকর পদক্ষেপ না নিলে ইসরায়েলের এই বর্বরতা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন তিনি।
সমাবেশের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়েছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, র্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে শান্তিনগর, মৌচাক ও মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে।
র্যালিতে অংশ নিতে আসা দলটির নেতাকর্মীদের হাতে ফিলিস্তিনের পতাকা, মাথায় ফিতা বাঁধা এবং নানা রকম প্রতিবাদী প্ল্যাকার্ড দেখা গেছে। গাজায় হত্যাযজ্ঞ বন্ধ ও ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.