আজ
|| ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১০ই জিলকদ, ১৪৪৬ হিজরি
আবু সাঈদ হত্যায় ২৬ জনের সম্পৃক্ততার প্রমাণ, হুকুমদাতা শেখ হাসিনা: প্রসিকিউশন
প্রকাশের তারিখঃ ৯ এপ্রিল, ২০২৫
জুলাই আন্দোলনে রংপুরের শহীদ আবু সাঈদ হত্যায় ২৬ জনের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে তদন্ত দল। হুকুমদাতা ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে ট্রাইব্যুনালকে এসব তথ্য জানায় প্রসিকিউশন টিম। এসময় প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দিতে দুই মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল।
জুলাই আন্দোলনে প্রথম প্রাণ হারান রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষার্থী আবু সাঈদ। আন্দোলন দমাতে পুলিশ যখন মারমুখী, তখন মারণাস্ত্রের সামনে দু’হাত প্রসারিত করে দাঁড়িয়েছিলেন সাহসী এ শিক্ষার্থী। এ দৃশ্যই মোড় ঘুরিয়ে দেয় আন্দোলনের। ক্ষোভে স্ফুলিঙ্গের মত জ্বলে ওঠে ছাত্র-জনতা।
এ হত্যাকাণ্ডের ঘটনায় গুলি চালানো দুই পুলিশ সদস্য আমির হোসেন ও সুজন চন্দ রায়সহ ৪ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা বলা হলেও আরও দু’মাস সময় চায় প্রসিকিউশন।
এর আগে, জুলাই-আগস্টে চালানো গণহত্যা এবং বিগত ১৬ বছরে গুম-খুনের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত ২৩টি মামলা হয়েছে। এরমধ্যে ৩টি মামলার খসড়া প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানিয়েছে প্রসিকিউশন টিম।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.