আজ
|| ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১০ই জিলকদ, ১৪৪৬ হিজরি
গাজায় গণহত্যা বন্ধের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ
প্রকাশের তারিখঃ ৭ এপ্রিল, ২০২৫
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও নির্বিচার হামলা বন্ধের দাবিতে সোচ্চার হয়েছে দেশের আইনজীবী সমাজ।
আজ সোমবার (৭ এপ্রিল) দুপুরে সুপ্রিম কোর্ট বার কাউন্সিল ভবনের সামনে গাজায় গণহত্যা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেন আইনজীবীরা।
মানববন্ধনে তারা বলেন, গাজার নিরীহ মানুষের ওপর ইসরায়েলি বাহিনী যে গণহত্যা চালাচ্ছে, তা কোনোভাবেই কাম্য নয়। হামলা থেকে নারী শিশুরাও রেহাই পাচ্ছে না। এমনকি হাসপাতাল-মসজিদেও বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল, যা চরম মানবাধিকারের লঙ্ঘন।
আন্তর্জাতিক আইনে এই বর্বর বাহিনীর বিচারের দাবি জানান আইনজীবীরা। ইসরায়েলের আগ্রাসন, গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তারা বলেন, ইসরায়েলি সকল পণ্য বর্জন করতে হবে।
এদিকে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সারাদেশে পালিত হচ্ছে ‘নো ওয়ার্ক নো স্কুল’ কর্মসূচি। আজ সকাল থেকেই ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালন করছে রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে সংহতি জানিয়েছে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ একাধিক রাজনৈতিক ছাত্র সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.