আজ
|| ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি
প্রধান উপদেষ্টার কথার ভিত্তিতে চলতি বছরে ভোটের প্রত্যাশা বিএনপির
প্রকাশের তারিখঃ ১ এপ্রিল, ২০২৫
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কথার ভিত্তিতে চলতি বছরেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বিএনপি আশা করে। সংস্কার কমিশনের যেসব প্রস্তাবে মতৈক্য হবে, সেগুলো নির্বাচন পরবর্তী সরকার বাস্তবায়ন করবে।
আজ মঙ্গলবার (১ মার্চ) বিকেলে ঠাকুরগাঁওয়ের কালিবাড়ির বাসভবনে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টার চীন সফরকে বর্তমান সরকারের একটি বড় সাফল্য বলে আখ্যা দেন বিএনপি মহাসচিব। বলেছেন, এর আগে একতরফাভাবে আওয়ামী লীগের সাথে চীনের সম্পর্ক গড়ে উঠেছিল। সরকার পরিবর্তনের সাথে চীন তার ভাবনা পরিবর্তন করেছে, এখন সব রাজনৈতিক দলের সাথেই তারা কথা বলছে।
চীনের সাথে সম্পর্কের বিষয়ে তিনি আরও বলেন, অর্থনীতিতেও যুক্তরাষ্ট্রের পর চীন সমৃদ্ধ দেশ। বাংলাদেশে তাদের যে বিনিয়োগ তা-ও অনেক বেশি। চীন আশ্বস্ত করেছে, আগামীতে বাংলাদেশের উৎপাদন ও উন্নয়নে বিনিয়োগ করবে তারা। যা নিঃসন্দেহে আমাদের জন্য আশাবাদের বিষয়।
ঈদ পরবর্তী নিয়ে কর্মসূচি নিয়ে মির্জা ফখরুল বলেছেন, বিএনপির রাজনৈতিক কর্মসুচি চলমান রয়েছে। রাজনৈতিক দল হিসেবে বিএনপি জনগণের সাথে সম্পর্ক স্থাপন রেখেছে এবং দলের ৩১দফা বাস্তবায়ন করতে কাজ করছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.