আজ মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে গ্রীন সিটি সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাতে রূপগঞ্জ উপজেলার তারাবো বিশ্বরোড এলাকায় ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে মার্কেটের ১৯টি দোকান পুড়ে গেছে। আগুনে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

খবর পেয়ে কাচপুর ফায়ার সার্ভিসের তিন ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তথ্যটি নিশ্চিত করেছেন কাঁচপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম।

তিনি জানান, রাত সোয়া ২ টার দিকে তারাবো বিশ্বরোড এলাকার হাসানের ভাঙারির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের তিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Exit mobile version