সোনারগাঁয়ে এক পুকুর থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ মার্চ) সকালে উপজেলা পানাম নোয়াইল গ্রামের আলমগীরের পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
ঘটনা সত্যতা নিশ্চিত করে সোনারগাঁও থানার এসআই ইকরাম বলেন, ‘পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা ৯৯৯ এ কল দেয়। এরপর আমাদের কাছে তথ্য আসলে আরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি। তার পরিচয় এখনো জানতে পারিনি তবে আনুমানিক ৪৫ বছর বয়স হবে। লাশকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com