আজ
|| ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি
মালয়েশিয়ায় ৪ বাংলাদেশি এজেন্ট গ্রেফতার
প্রকাশের তারিখঃ ১৪ মার্চ, ২০২৫
চার অবৈধ বাংলাদেশি এজেন্টকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার (১৪ মার্চ) এক বিবৃতিতে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জেআইএম) মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এ তথ্য জানান।
তিনি বলেন, বুধ ও বৃহস্পতিবার কুয়ালালামপুরের চারটিসহ সেলাঙ্গরের বন্দর বুকিত রাজার তিনটি স্থানে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে ২২ থেকে ৩৮ বছর বয়সী ৪ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।
মহাপরিচালক বলেন, অবৈধ এজেন্টরা বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া এবং নেপালের ক্লায়েন্টদের লক্ষ্যবস্তু করত যারা মেয়াদের বেশি সময় ধরে অবস্থান করেছিল অথবা যাদের অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস (পিএলকেএস) মেয়াদোত্তীর্ণ হয়ে গিয়েছিল। বিশেষ পাসটি এই অবৈধ এজেন্টদের দ্বারা পরিচালিত হতো, যাতে প্রদত্ত পরিষেবাগুলি ব্যবহার করে এমন বিদেশিরা এই দেশে বসবাস ও থাকার সুযোগ পায়।
প্রতিটি পরিষেবার জন্য গ্রাহকদের কাছ থেকে দুই থেকে আড়াই হাজার রিঙ্গিত ফি নেয়া হত। গ্রেফতারকৃতরা এক বছর ধরে এ কার্যকলাপ চালিয়ে আসছিল। এছাড়া, এই অবৈধ এজেন্টরা ই-পাস অবৈধভাবে পরিবর্তন করার জন্য পরিষেবাও প্রদান করে বলেও জানানো হয় বিবৃতিতে।
প্রাথমিক তদন্তে দেখা গেছে, গ্রেফতার হওয়া দুই সন্দেহভাজনের নির্মাণ খাতে পিএলকেএস ছিল এবং অন্য দুজন ওভারটাইম করছিল।
ইতোমধ্যে, অভিযানকারী দল গ্রেফতারকৃতদের ব্যবহৃত স্থান থেকে বিভিন্ন দেশের ১৩৪ কপি পাসপোর্ট জব্দ করেছে। এতে বাংলাদেশ, নেপাল মায়ানমার, ইন্দোনেশিয়া এবং ভারতের পাসপোর্ট রয়েছে। যার মধ্যে সর্বোচ্চ বাংলাদেশের ১১৭ টি পাসপোর্ট রয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.