আজ
|| ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ (পিইউবি)তে ‘আন্তর্জাতিক নারী দিবস’ উদযাপন
প্রকাশের তারিখঃ ৮ মার্চ, ২০২৫
স্টাফ রিপোর্টার
“সকল নারী ও কন্যার জন্য: অধিকার, সমতা এবং ক্ষমতায়ন" প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের মতো পিইউবি'তে পালিত হলো দিবসটি। শুরুতেই নারী মর্যাদা নিয়ে একটি ম্যাজিক শো উপস্থাপন হয়। পরবর্তীতে নারীদিবস এর উপর নির্মিত ভিডিও দেখানো হয় ও বিশ্ববিদ্যালয়ে সকল নারীদের ফুল ও বিশেষ বার্তা দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
আজকের এই অনুষ্ঠান অলঙ্কৃত করেন বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য সচিব জনাব মুহম্মদ নাজমুল হাসান। এসময় তিনি বলেন, আজকের দিনটি শুধু উদযাপনের নয়, বরং নারীদের সমান সুযোগ, ন্যায়বিচার ও উন্নয়নের পথে আরও একধাপ এগিয়ে যাওয়ার শপথ নেওয়ার দিন। আসুন, একসঙ্গে গড়ে তুলি একটি সমতা ও সম্মানের বিশ্ব!
এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য(ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. একেএম মাহবুবুজ্জামান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) শাহ নুরুন্নবী, প্রক্টর মো. হাবিবুর রহমান, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.