আজ
|| ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি
মালয়েশিয়ায় বছরব্যাপী ১৩ হাজার অবৈধ অভিবাসী গ্রেফতার
প্রকাশের তারিখঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
মালয়েশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জোহর রাজ্যে ১৩ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। দেশটির ইমিগ্রেশন বিভাগ কর্তৃক গ্রেফতারকৃত অভিবাসীদের সংখ্যা ১৩ হাজার ৯৫ জন। গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে পরিচালিত এনফোর্সমেন্ট অভিযানে গ্রেফতার করা হয় এসব অভিবাসীদের।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজ্য ইমিগ্রেশন বিভাগ (JIM) একটি ফেসবুক পোস্টে জানিয়েছে ৩ হাজার ৪০টি অভিযানে ২৫ হাজার ৯২৩ জন ব্যক্তিকে তল্লাশি করা হয়েছে। যেখানে ৩০৬ জন নিয়োগকর্তাকেও গ্রেফতার করা হয়।
ইমিগ্রেশন বিভাগ বলছে, কোন নিয়োগকর্তা যাতে অবৈধ অভিবাসীদের নিয়োগ না করেন, তা নিশ্চিত করার জন্য ব্যবসায়িক প্রাঙ্গণে পরিদর্শন করা হয়। আরও বলা হয়, অভিবাসন আইন ও বিধি লঙ্ঘনকারী বিদেশীদের বিরুদ্ধে লড়াই করার জন্য অভিবাসন বিভাগ জোহরজুড়ে আইন প্রয়োগ আরও জোরদার করবে।
মোট ৩ হাজার ২০৬ জন অবৈধ অভিবাসীর বিরুদ্ধে পন্টিয়ান সেশন কোর্টে অভিযোগ আনা হয়েছে। যারা কারাদণ্ড ভোগ করেছেন তাদের স্থানান্তরের জন্য পন্টিয়ানের পেকান নানাস ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হবে।
জোহর ইমিগ্রেশন ঘোষণা করেছে ৫ হাজার ৭১৯ জন অবৈধ অভিবাসীকে আকাশ, স্থল এবং সমুদ্র— এই তিন পথে তাদের নিজ নিজ দেশে পাঠানো হয়েছে।
একই সাথে নিয়োগকর্তা, প্রতিষ্ঠানের মালিক, বৈধ ভ্রমণ নথি এবং পাস বা পারমিট ছাড়াই বিদেশি কর্মী নিয়োগের ষড়যন্ত্রকারী ব্যক্তিদের বিরুদ্ধে লড়াই চলবে বলেও জানিয়েছে রাজ্যের অভিবাসন বিভাগ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.