আজ
|| ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রবাসীর ২১ লক্ষ টাকা ডাকাতি: র্যাবের হাতে আরেক ভুয়া র্যাব আটক
প্রকাশের তারিখঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
বন্দরে র্যাব পরিচয়ে প্রবাসীর ২১ লক্ষ টাকা ডাকাতর ঘটনার আরও এক জনকে আটক করেছে র্যাব-১১। বুধবার (২৬ ফেব্রুয়ারি) র্যাব ১১ কোম্পানী কমান্ডার উপ—পরিচালক মেজর অনাবিল ইমামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার ঢাকার ডেমরা থানার আমিনবাগ বাঁশেরপুল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত হলেন পিরোজপুর জেলার কাউখালী থানার ধাবরী এলাকার মৃত হাবিবুর রহমান মোল্লার ছেলে আব্দুল হক স্বপন (৪৫)। এর আগে ৩ ফেব্রুয়ারি এ ঘটনায় বশির আহমেদ(৫২) নামের একজনকে আটক করা হয়।
র্যাব জানায়, কুমিল্লা জেলার বুড়িচং থানার আরাগ আনন্দপুর গ্রামের মোঃ আব্দুল লতিফের ছেলে আবু হানি (৩৫) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বিষ্ণুপুর গ্রামের কামাল ভূঁইয়ার ছেলে রাজিব ভুঁইয়া (৩৫)’ দুজন দুবাই প্রবাসী। তারা দুজন গত ১৪ জানুয়ারী ভোর ৪টায় বিদেশ থেকে বাংলাদেশে আসেন। তারা বিমানবন্দর থেকে বোড়ির উদ্দেশ্যে রওনা হন। এরপর বেলা অনুমানিক আড়াইটায় ঢাকা টু চট্টগ্রামগামী মহাসড়কের বন্দরের কেওডালায় পৌছালে একটি সাদা রংয়ের হাইয়েস গাড়ী তাদের বহনকৃত বাসটির গতিরোধ করে। এ সময় ৩-৪ জন লোক র্যাবের কোটি পরে বাসের ভেতর থেকে দুজন প্রবাসীকে জোর পূর্বক হাইয়েস গাড়ীতে উঠিয়ে পা ও চোখ বেঁধে ফেলে। হাত-পা বেঁধে এলোপাথাড়ী ভাবে মারধর করে তাদের কাছে থেকে নগদ ১২ লাখ টাকা, ৫ হাজার ব্রিটিশ পাউন্ড যার বাংলাদেশী মূল্য ৭ লাখ ৭৫ হাজার টাকা ও ২ হাজার অস্ট্রেলিয়ান পাউন্ড যাহার বাংলাদেশী মূলা ১ লাখ ৬০ হাজার টাকাসহ সর্বমোট ২১ লাখ ৩৫ হাজার টাকাসহ আরও মূল্যবান জিনিস লুট করে নিয়ে যায়। পরে একই দিন সন্ধ্যায় ঢাকার ডেমরায় এলাকার একটি পরিত্যাক্ত রাস্তার পাশে ফেলে রাখে। এ ঘটনায় আটক আব্দুল হক স্বপনের নামে ডিএমপি ঢাকার পল্টন থানা ১টি পর্ণগ্রাফি মামলাসহ ঢাকার কেরানীগঞ্জ থানায় ২ ডাকাতি মামলা পাওয়া গেছে। তাকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।’
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.