আজ
|| ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
না.গঞ্জে সাবেক মন্ত্রী পলককে ৪ দিন করে ১২ দিনের রিমান্ড মঞ্জুর
প্রকাশের তারিখঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নারায়ণগঞ্জে সাবেক আইসিটি মন্ত্রী জুনাইদ আহমেদ পলককে তিনটি মামলায় ৪ দিন করে ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে নারায়ণগঞ্জের সদর মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত তিনটি হত্যা ও বিষ্ফোরক মামলায় তাকে আদালতে হাজির করে পুলিশ।
তথ্যটি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর (ইনচার্জ) আব্দুল কাইয়ুম জানান, দুটি থানার হত্যা ও বিস্ফোরকের তিন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার চার দিন করে ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেওয়া জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান জানান, পলকে তিনটি মামলায় বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়েছিল, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনর আদালতে ওই আদেশ দেন। তিনটি মামলার মধ্যে একটি মামলা নারায়ণগঞ্জ সদর থানা শাজন হত্যা মামলা, সিদ্ধিরগঞ্জে একজন হাফেজ হত্যা ও আরেকটি হত্যা মামলায় রিমান্ড শুনানি হয়। বিজ্ঞআদালত তিনটি মামলায় প্রত্যেকটি মামলায় ৪ দিন করে ১২ দিনের জিজ্ঞাসা বাদের নিদের্শ করা হয়।
তিনি আরও জানান, তিনটি মামলার মধ্যে দুটি মামলার এজাহারে ৫ নং আসামি ও ওপর আরেকটি মামলায় ৪নং আসামি। তিনটি মামলার মধ্যে সুনির্দিষ্ট অভিযোগ আছে। অভিযোগের ভিত্তিতে তাকে এজাহারে যুক্ত করা হয়েছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হয়। ৬ আগস্ট বিকেল তিনটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দিল্লি যাওয়ার সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে পলককে আটকে দেওয়া হয়। এছাড়া জুনাইদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিন কনিকার ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.