আজ
|| ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
ভারতসহ পাঁচ দেশের ওপর দেড়শ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
প্রকাশের তারিখঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৫
ভারতসহ ব্রিকসের সদস্যভুক্ত চারটি দেশ— চীন, রাশিয়া, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার ওপর ১৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে রিপাবলিকান গভর্নরস এসোসিয়েশনের সমাবেশে এই হুমকি দেন তিনি।
ট্রাম্প বলেন, ব্রিকস জোটের মাধ্যমে মার্কিন অর্থনীতির ক্ষতি করার চেষ্টা করেছিলো। এই জোটের উদ্যোগে নতুন মুদ্রা চালুর পরিকল্পনা নেয়া হয়, যা ডলারকে ধ্বংস করার একটা পাঁয়তারা ছিল।
এসময় ট্রাম্প হুঁশিয়ারি জানিয়ে বলেন, মার্কিন মুদ্রাকে ধ্বংসের চেষ্টা করা হলে ব্রিকস জোটের সদস্য দেশগুলোর ওপর দেড়শ শতাংশ শুল্কারোপ করা হবে।
উপরোক্ত পাঁচটি দেশ ছাড়াও ব্রিকসে অন্তর্ভুক্ত রয়েছে মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত।
উল্লেখ্য, বিগত কয়েক দশক ধরে আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের আধিপত্য ছিল। তবে গত কয়েক বছরে ইউরো ও ইয়েনের ব্যবহার কিছুটা বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, ব্রিকস দেশগুলি নিজেদের মধ্যে নতুন মুদ্রা চালু করলে ডলারের মান কমে যেতে পারে। সেই কারণেই এত চিন্তিত ট্রাম্প।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.