আজ
|| ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি
মালয়েশিয়ায় ৭৭ বাংলাদেশিসহ গ্রেফতার ১০৫
প্রকাশের তারিখঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন অভিযানে ৭৭ বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। রোববার (১৬ ফেব্রুয়ারি) একটি শ্রমিক আবাসন কমপ্লেক্সে অভিযান চালিয়ে ৭৭ বাংলাদেশিসহ মোট ১০৫ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়।
জোহর রাজ্যের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জেআইএম) পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস সোমবার এক বিবৃতিতে জানান, রোববার রাত রাত ১টা থেকে ৩টা পর্যন্ত বাতু পাহাত, মুয়ার এবং সেগামাত শাখার জেআইএম এনফোর্সমেন্ট ইউনিট এবং জোহর জেআইএমের সুলতান ইস্কান্দার ভবনের কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন। অভিযানে মোট ৩২৯ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষার পর এদের মধ্য থেকে ৭৭ জন বাংলাদেশি, ১৬ জন ইন্দোনেশিয়ান পুরুষ এবং সাতজন ইন্দোনেশিয়ান নারী, দুইজন মায়ানমারের পুরুষ, দুইজন পাকিস্তানি পুরুষ এবং একজন ভারতীয় পুরুষসহ মোট ১০৫ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বয়স ১৮ থেকে ৫৪ বছরের মধ্যে।
পরিচালক আরও জানান, গ্রেফতারকৃত অভিবাসীরা মালয়েশিয়ায় থাকার জন্য কোনও বৈধ পাস বা পারমিট না থাকার কারণে অভিবাসন আইন লঙ্গন করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। অতিরিক্ত সময় ধরে অবস্থানের জন্য তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আরও তদন্ত এবং ব্যবস্থা নিতে পন্টিয়ানের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।
বৈধ ভ্রমণ নথি, পাস বা ওয়ার্ক পারমিট ছাড়াই বিদেশি কর্মী নিয়োগকারী নিয়োগকর্তা এবং প্রাঙ্গণের মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.