আজ
|| ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
ফেসবুকে ‘বিদায় বাংলাদেশ’ পোস্ট দিয়ে বাড়িতে আত্মগোপনে থাকা নেতা গ্রেফতার
প্রকাশের তারিখঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে ফেসবুক প্রোফাইলে ‘বিদায় বাংলাদেশ’ পোস্ট দিয়ে বাড়িতে আত্মগোপনে থাকা কিশোরগঞ্জের স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার অষ্টগ্রাম সদর ইউনিয়নে মধুর হাটি গ্রামের বাড়ি থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সহিংসতা চালানো ও মদদের অভিযোগে তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।
গ্রেফতার হওয়া ওই নেতা হলেন, কিশোরগঞ্জের হাওড় উপজেলা অষ্টগ্রাম স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রাজীব আহমেদ হেলু। এছাড়াও তিনি অষ্টগ্রাম বাজার বণিক সমিতির সভাপতি।
জানা যায়, গত ৩১ জানুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ছবি তুলে, ‘সময়ের কারণে সবাইকে বলতে পারি নাই, বিদায় বাংলাদেশ’ ফেসবুকে পোস্ট দিয়ে পুলিশকে বিভ্রান্ত করে বাড়িতেই আত্মগোপনে ছিলেন এই নেতা। পরে, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গত ৫ আগস্ট পরবর্তী সময়ে অষ্টগ্রাম থানায় নাশকতাসহ তিনটি মামলার আসামি হন। এসব মামলা হওয়ার পর থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার রাজীব নাশকতাসহ তিন মামলার পলাতক আসামি ছিলেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.