আজ
|| ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ঢাকা থেকে গ্রেপ্তার
প্রকাশের তারিখঃ ২৩ জানুয়ারি, ২০২৫
মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার সাবেক কাউন্সিল আবদুর রাজ্জাক ওরফে রাজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আবদুর রাজ্জাককে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ। আজ বৃহস্পতিবার সকালে তিনি বলেন, ঢাকায় গ্রেপ্তারের পর আবদুর রাজ্জাককে মানিকগঞ্জ সদর থানায় আনা হয়েছে। আজ দুপুরে তাঁকে আদালতে উপস্থিত করা হবে।
মানিকগঞ্জ সদর থানা সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই ও ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা ওপর সশস্ত্র হামলা, জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার অভিযোগে রাজ্জাকের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আবদুর রাজ্জাক আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত ১১টার দিকে ধানমন্ডি এলাকায় একটি বেসরকারি হাসপাতালের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.