আজ
|| ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
বাংলাদেশে শোধনাগার প্রকল্পে বিনিয়োগের কোনো পরিকল্পনা নেই আরামকোর: সৌদি রাষ্ট্রদূত
প্রকাশের তারিখঃ ১০ জানুয়ারি, ২০২৫
সৌদি আরামকোর বিনিয়োগ পরিকল্পনায় বাংলাদেশের তেল শোধনাগার নির্মাণ প্রকল্পে বিনিয়োগের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আরামোকের বিনিয়োগ নিয়ে দেওয়া বক্তব্যের ব্যাখ্যায় তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান এও বলেছেন, সৌদি আরব বাণিজ্যিক শর্তের ভিত্তিতে শোধনাগার প্রকল্পে অপরিশোধিত তেল সরবরাহ করার জন্য প্রয়োজনীয় সমস্ত ক্ষমতা রাখে। তবে সৌদি আরবের আরামকোর বিনিয়োগ পরিকল্পনায় বাংলাদেশে শোধনাগার নির্মাণ প্রকল্পে বিনিয়োগ অন্তর্ভুক্ত নয়।
বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে সৌদি আরব প্রধান কেন্দ্রবিন্দুর নাম। আরামকো শুধু সৌদি আরব নয় বরং বৈশ্বিক জ্বালানি তেল শিল্পের কৌশলগত বৃহৎ কোম্পানি।
তাদের উৎপদান দিয়ে বিশ্বের তেল চাহিদার বড় একটি অংশপূরণ হচ্ছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.