আজ
|| ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
অসহায়দের মাঝে সেনা পরিবার কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ
প্রকাশের তারিখঃ ২৬ ডিসেম্বর, ২০২৪
রূপগঞ্জে দরিদ্র, অসহায় দুই হাজার মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সেনা পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে পূর্বাচলের জলসিঁড়িতে শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে এই কর্মসূচির আয়োজন করা হয়।
শীতবস্ত্র বিতরণের কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে পূর্বাচল উপশহরের বিভিন্ন এলাকার দরিদ্র ও শীতার্ত দুই হাজার মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন সেনা পরিবার কল্যাণ সমিতির (সেপকস) পৃষ্ঠপোষক এবং লেডিস ক্লাব ও চিলড্রেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সারাহনাজ কমলিকা জামান।
এসময় প্রধান অতিথি সেনা পরিবার কল্যাণ সমিতির প্রধান পৃষ্ঠপোষক সেপকস এর এই মানবিক কার্যক্রম ও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও এ ধরনের মানবিক কার্যক্রমে সহযোগিতা দেয়ার জন্য সেপকস এর সদস্যদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
অনুষ্ঠানে সেনাসদরে কর্মরত ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সহধর্মিনীরা, সেপকস (সেনা পরিবার কল্যাণ সমিতি) ঢাকা অঞ্চলের সভানেত্রী, ঢাকা অঞ্চলের পরিচালনা পর্ষদের সকল সদস্য, কর্মকর্তা, অন্যান্য পদবির সেনাসদস্য ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেনা পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে জানানো হয়, সেপকস এর বিভিন্ন আঞ্চলিক ও উপ-আঞ্চলিক শাখাসমূহের মাধ্যমে সারা বাংলাদেশব্যাপী শীতার্ত গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.