আজ
|| ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
এবার সারদায় প্রশিক্ষণরত ২৫ এএসপিকে শোকজ
প্রকাশের তারিখঃ ১৬ ডিসেম্বর, ২০২৪
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে ৪০তম ব্যচের ২৫ এএসপি ক্যাডেটকে শোকজ করা হয়েছে। এ বিষয়ে তাদেরকে নোটিশ দিয়েছে একাডেমি কর্তৃপক্ষ।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া ইউনিটের এআইজি এনামুল হক সাগর।
তিনি জানান, শৃঙ্খলাভঙ্গের কারণে ২৫জন ক্যাডেটের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। ২৬ নভেম্বর প্রশিক্ষণের সময়, ক্যাডেটগণ আদেশ অমান্য করে। তারা গোলযোগ করার চেষ্টা করে। প্রশিক্ষকের নির্দেশ অমান্য করে কটুক্তি করে। এমন আচরণ, শৃঙ্খলার পরিপন্থী। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না, সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে
গত ২০ অক্টোবর রাজশাহী সারদা পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারে নিয়োগ পাওয়া এএসপিদের সমাপনী কুচক আওয়াজ স্থগিত করা হয়। প্রশিক্ষণরত এএসপিদের মধ্যে ৬২ জন ছাত্রলীগের বলে অভিযোগ রয়েছে।
এর আগে, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে ৪০তম ব্যাচে ৮০৪ জন প্রশিক্ষণার্থী এসআইদের মধ্যে ৩১৩ জনকে অব্যাহতি দেয়া হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.