আজ
|| ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
রূপগঞ্জে সিচুয়ান রোডস‘র প্রকল্পের কাজ বন্ধ রাখার নির্দেশ
প্রকাশের তারিখঃ ১৫ ডিসেম্বর, ২০২৪
বায়ু দূষণ রোধে রূপগঞ্জের কাঞ্চনে এক প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। রবিবার (১৫ ডিসেম্বর) জেলা প্রশাসনের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার‘র নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর‘র কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অভিযানে রূপগঞ্জের উপজেলার কালাদীতে সিচুয়ান রোডস এন্ড ব্রিজ গ্রুপ কে এক লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ‘র উপপরিচালক এ এইচ এম রাসেদ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার রূপগঞ্জ উপজেলায় কাঞ্চনের কালাদীতে অবস্থিত সিচুয়ান রোডস এন্ড ব্রিজ গ্রুপ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ এর ১১(চ) লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। সেই সাথে তাদের প্রকল্পের কার্যক্রম সম্পূর্ণরুপে বন্ধ রাখার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।
তিনি আরও জানান, নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা, বায়ুদূষণকারী কারখানা বা প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.