আজ
|| ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
সোনারগাঁয়ে পুলিশের পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৩
প্রকাশের তারিখঃ ২৪ নভেম্বর, ২০২৪
সোনারগাঁয়ে পুলিশের পৃথক অভিযানে ৩ কেজি গাজা ও ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৩ জনকে আটক করা হয়েছে। ররিবার (২৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ বারী।
এর আগে শনিবার বিকেলে সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এলাকায় ৩ কেজি গাঁজাসহ ইদ্রিস মিয়া ও শাকিল নামের ২ জনকে আটক করা হয়। একইদিন ওই এলাকায় রাত আড়াইটায় বাস তল্লাশী করে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শওকত আলী নামের একজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ফতুল্লার মধ্য লশিমপুর এলাকার নূরমোহামানের ছেলে শাকিল (২৮), মাদারীপুরের কালকিনী থানার ভালিয়া এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে ইদ্রিস মিয়া (৬৫) ও গাজীপুরের টঙ্গী মরকুন টেকপাড়া এলাকার মৃত মহরম আলীর ছেলে মোঃ শওকত আলী (৪৩)।
পুলিশ জানায়, আমাদের নিয়মিত পৃথক অভিযানে তাদের আটক করা হয়েছে। মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশের পুলিশ চেকপোষ্টে অবৈধ মানবদ্রব্য উদ্ধারের সঙ্গেহভাজন গাড়ী এবং যানবাহন তল্লাশী চলছিলো। তখন ২ জনের গতিবিধি সন্দেহ হলে তাদের আটক করি, পরবর্তিতে তাদের থেকে আমরা ৩ কেজি গাজা উদ্ধার করি। একই দিন রাতে কুমিল্লা থেকে ঢাকা গামী ‘এশিয়া লাইন’ পরিবহনের একটি বাসে তল্লাশী করি। তখন পুলিশের থেকে পালানোর চেষ্টা করলে একজনকে আটক করি। আটকৃতর থেকে ১৪০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি। আজ তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.