আজ
|| ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ৯ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
ফতুল্লায় কবরস্থান থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশের তারিখঃ ২৪ নভেম্বর, ২০২৪
ফতুল্লায় হাসান আহমেদ (২৬) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) দিনগত রাত দেড়টার দিকে কুতুবপুর ইউনিয়নের শাহী মহল্লা কবরস্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, একটি গাছের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই যুবকের লাশ ঝুলে ছিল।
নিহত হাসান আহমেদ ফতুল্লা থানার শাহিবাজার এলাকার বাবুল আহমেদের মেজো ছেলে।
স্থানীয়রা জানান, দুই বছর পূর্বে মেঘলা (২১) নামের এক নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন হাসান আহমেদ। বিয়ের কয়েক মাস পর থেকেই তাদের দাম্পত্য জীবনে নানা বিষয়ে কলহের সৃষ্টি হয়। একপর্যায়ে মেঘলা তার বাবার বাড়ি ময়মনসিংহে চলে যায়। এরপর আর হাসানের সাথে মেঘলার বেশ কয়েক মাস যোগাযোগ ছিল না। তবে হাসান মেঘলাকে ফিরিয়ে আনার জন্য বিভিন্নভাবে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন। শনিবার গভীর রাতে শাহী মহল্লা কবরস্থানের এক গাছের সাথে হাসানকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
এব্যাপারে ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত জানান, গাছের সাথে ফাঁস দেওয়া অবস্থায় যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) মর্গে পাঠানো হয়েছে। তার দেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি জানান, স্থানীয়দের ও নিহতের আত্মীয় স্বজনদের সাথে কথা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীর সাথে অভিমান করে যুবক আত্মহত্যা করেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্টের পর জানা সম্ভব হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.