আজ
|| ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
যানজট নিরসনে নগরীতে যৌথ অভিযান
প্রকাশের তারিখঃ ১৪ নভেম্বর, ২০২৪
যানজট নিরসনে নারায়ণগঞ্জে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় জেলা প্রশাসন, জেলা পুলিশ, সেনাবাহিনী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওই যৌথ অভিযান পরিচালনা হয়েছে।
এসময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন ‘চাষাঢ়াসহ শহর থেকে অবিলম্বে সকল অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করা হবে বলে জানান ।’
জাকির হোসেন জানান, চাষাঢ়া মোড়ে যে বাস কাউন্টারগুলো আছে এই বাস কাউন্টারগুলোর জন্য যানজট সৃষ্টি হয়। আমরা আজ তাদের সতর্ক করে দিয়েছি এবং নির্দিষ্ট সময়সীমা বেধে দিয়েছি। এসময়ের মধ্যে তারা বাস নিয়ে চলে যাবে। আর ট্রাকের জন্যেও আমরা সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি।
তিনি বলেন, আমরা চাষাঢ়ায় নো পার্কিং জোন মার্ক করে দিয়েছি। এখানে কেউ পার্ক করতে পারবে না। আমরা আজকেও এখানে অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করেছি। অবৈধ স্ট্যান্ড যতগুলোই থাকুক আমরা উচ্ছেদ করে দেব।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.