আজ
|| ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি
নারায়ণগঞ্জে নারীকে পিটিয়ে হত্যা
প্রকাশের তারিখঃ ৪ নভেম্বর, ২০২৪
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় নিলুফা বেগম (৫৫) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শান্ত (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৪ নভেম্বর) সকালে ফতুল্লা মডেল থানার গাবতলী হালিম মিস্ত্রীর ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত নিলুফা বেগম কুমিল্লার দাউদকান্দি থানার নৈয়ার বাজারের মৃত গণি মিয়ার স্ত্রী। তিনি ফতুল্লার গাবতলী নতুন বাজার হালিম মিস্ত্রীর বাড়িতে একাই ভাড়া থাকতেন। একই সঙ্গে মাসদাইর সুমন গার্মেন্টসে কাটিং সেকশনে কাজ করতেন। আটক শান্ত কুমিল্লার হোমনা থানার অনন্তপুর পশ্চিমপাড়ার শামীম মিয়ার ছেলে।নিহত নিলুফার ছেলে নাছির বলেন, সকালের দিকে মা রান্নার সময় দেখতে পান শান্ত তার হাতে থাকা লাঠি দিয়ে জানালার গ্লাস ভাঙচুর করছেন। এতে মা বাধা দিলে শান্ত ক্ষিপ্ত হয়ে তার সঙ্গে থাকা লাঠি দিয়ে মায়ের মাথায় ও শরীরে আঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, কেন হত্যা করা হয়েছে তা তদন্ত করা হচ্ছে। আটক যুবক কেন ওই বাসায় গিয়ে ভাঙচুর করছিলেন সে বিষয়ে জানার চেষ্টা চলছে। তবে শান্ত মানসিক ভারসাম্যহীনের মতো আচরণ করছেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.