আজ
|| ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি
টিকিট নিয়ে জনদুর্ভোগে রেল কর্মচারীরাই দায়ী: রেল উপদেষ্টা
প্রকাশের তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৪
টিকিট নিয়ে জনদুর্ভোগের মূল কারণ রেলের কর্মচারীরাই। তারা অনলাইনে টিকিট ব্লক করে রাখে বলে জানিয়েছেন রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৯ অক্টোবর) তিনি একথা বলেন। তিনি জানান, এই কালোবাজারি বন্ধে, রেলের এক অতিরিক্ত সচিবের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। প্রত্যাশা করা হচ্ছে কালোবাজারি দ্রুতই বন্ধ হবে। এছাড়াও উচ্চ পর্যায়ের মৌখিক নির্দেশে রেলের টিকিট রেখে দেয়ার সংস্কৃতি বাদ দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও জানান, সচিবের জন্য, মন্ত্রীর জন্য সব সুযোগ সুবিধা, এই প্রথা বাদ দিতে হবে। সাধারণ মানুষের কাছে তাদের অধিকার ফিরিয়ে দেয়ার কাজ চলছে বলেও জানান রেল উপদেষ্টা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.